![বদলগাছী কোলাহাটের সেড দখল করে অফিস করার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/kola-ovijog_131767.jpg)
বদলগাছী (নওগাঁ) , ২৩ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছী কোলা ইউপির কোলাহাটের দক্ষিণ পূর্ব পার্শে অবস্থিত সেডের উত্তরাংশের অর্ধেক জায়গা অবৈধভাবে দখল করে ইউনিয়ন আওয়ামীলীগ অফিস করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক তোলপার শুরু হয়েছে।
সরজমিনে তদন্তকালে উক্ত সেডে তেঘরিয়া গ্রামের আফাজ মন্ডলের ছেলে ইছাহাক আলী, পারিচা গ্রামের আব্দুল কুদ্দুছ সহ কতিপয় কাপড় ব্যবসায়ী (শাড়ী-লুঙ্গী) উক্ত সেডে দীর্ঘদিন থেকে কোলা হাটবারের দিন দোকান বসিয়ে কাপড় বিক্রি করে আসছিল।
কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ তার লোকজন উক্ত সেডে তাদেক কাপড়ের দোকান না বসানোর নির্দেশ দিয়ে ৯ মার্চ সেডের উত্তরাংশে অর্ধেক জায়গা দখল করে টিনের বেড়া দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস ঘর তৈরি করে
কাপড় বিক্রেতারা আরও জানান বিষয়টি তারা কোলা ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চুকে অবগত করেন। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সংগে কথা বললে তিনি বলেন সেডটি পরিত্যাগক্ত থাকায় টিন দিয়ে ঘিরে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস করা হয়েছে।
এসকেন্দার মির্জা বাচ্চুর সংগে মোবাইল ফোনে কথা বললে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারে নিকট লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সংগে মোবাইল ফোনে কথা বললে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবেন বলে তিনি জানান।
এবিএন/ হাফিজার রহমান/জসিম/নির্ঝর