![বদলগাছীতে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশনের সমাপনি সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/badalgachi-adalot_131769.jpg)
বদলগাছী (নওগাঁ), ২৩ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে গ্রাম আদালত বিষয়ক গ্রাম পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রকল্প (২য় পর্যায়) এর ধারাবাহিকতায় উপজেলার ৮টি ইউপিতে ৪দিন ব্যাপী এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের ২৭টি জেলার ১শত ২৮টি উপজেলার ১হাজার ৮০টি ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা সভা কক্ষে এই সভার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মো: রওশন আলী, সমাজ সেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, ইউএনডিপি’র জেলা সমন্বয়কারী মো: রাজিউর রহমান রাজু, উপজেলা সমন্বয়কারী মো: আইয়ুব আলী প্রমুখ।
এবিএন/ হাফিজার রহমান/জসিম/নির্ঝর