![আখাউড়ায় অগ্নিবীণা স্কাউটের ২৫বছর পদার্পনে আনন্দ র্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/akhaura-scout_131770.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২৩ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ২৫ বছরে পদার্পন উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে পৌরশহরের রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এছাড়া গ্রুপের বয় স্কাউট, গার্লস স্কাউট, রোভার, কর্মকর্তাসহ শতাধিক সদস্য স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।
এসময় স্কাউটারদের হাতে ছিল রং বেরংয়ের ফেস্টুন, প্ল্যাকার্ড। এসব ফেস্টুনে সচেতনতা মূলক সুন্দর সুন্দর লেখা শোভা পায়। কয়েকটি ফেস্টুনে লেখা ছিল- শুভ শুভ শুভ দিন, অগ্নিবীণার ২৫ বছরে পদাপর্ণের দিন, স্কাউট করি, সুন্দর জীবন গড়ি। আমরা সবাই সাসহী, স্কাউটে বিশ্বাসী। স্কাউট আইন মেনে চলো, সুন্দর সমাজ গড়ে তোল। এমন সুন্দর সুন্দর কয়েকটির লেখা সুন্দর সুন্দর লেখা শোভায় পায়।
পরে মুক্তমঞ্চে গ্রুপের সিনিয়র সহ সভাপতি কাজী হান্নান খাদেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান, গ্রুপের উপদেষ্ঠা ও পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, জেলা স্কাউট্সএর সহ কমিশনার আব্দুল মমিন বাবুল, জেলা স্কাউট সম্পাদক আহসান কবির লিটন, গ্রুপের সম্পাদক মোহাম্মদ হালিম, শরাফত উল্লাহ সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বলেন, স্কাউটিং হলো পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ। স্কাউটের আদর্শে বড় হয়ে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে স্কাউটাররা। অগ্নিবীণা স্কাউট গ্রুপের ২৫ বছর পদার্পণে তিনি গ্রুপের প্রতিষ্ঠাতাসহ সকলকে অভিনন্দন জানান এবং স্কাউটের উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অগ্নিবীণা স্কাউট গ্রুপের ২৫ বছর পদাপর্ণে ২ দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও অভিভাবক দিবস উদযাপন করছে গ্রুপটি। বৃহস্পতিবার বিকালে জাতীয় পতাকা ও গ্রুপের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
সূত্রে জানা যায়, উডব্যাজার মোস্তাক আহাম্মেদ খাদেম টিটু ১৯৯৪ সালে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা করেন। তাঁর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় গ্রুপটি সফলতার সাথে ২৪ বছর অতিক্রম করে ২৫ বছরে পদাপর্ণ করেছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর