শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে প্রধান শিক্ষক গ্রেফতার

গফরগাঁওয়ে প্রধান শিক্ষক গ্রেফতার

গফরগাঁও (ময়মনসিংহ), ২৩ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিবাবকের করা প্রতারণা মামলায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে রৌহা এলাকার গ্রামের বাড়ি থেকে মারুফ আহম্মেদকে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও উথুরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপি যোগ সাজসে গত ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য দুটি বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীর কাছ থেকে রেজিষ্ট্রেশনসহ এসএসসি পরীক্ষার ফরম পূরনের কথা বলে মোটা অংকের টাকা আদায় করেন।

কিন্তু পরীক্ষার সময় উল্লিখিত শিক্ষার্থীদের প্রবেশপত্র না আসায় তারা কেউ পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে বঞ্চিত শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহিরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

এ সময় ক্ষুব্দ শিক্ষার্থী ও অভিভাবকদের হাত থেকে বাঁচতে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও উথুরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপি গাঁ ঢাকা দেন।

এ ঘটনায় ক্ষোব্ধ হয়ে গত ১ ফেব্রুয়ারী এক শিক্ষার্থীর অভিভাবক বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বাদী হয়ে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও উথুরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপিসহ ৪ জনের নাম উল্লেখসহ অঞ্জাত আরও ৪/৫জনকে আসামী করে প্রতারণার অভিযোগ এনে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকে মারুফ আহম্মেদ ও ইযাসিন সুলতানা পপি পলাতক রয়েছে। আজ শুক্রবার সকালে গফরগাঁও থানা পুলিশ মারুফ আহমেদকে রৌহা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল আহাদ খান বলেন, রৌহা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিবাবগের করা প্রতারণা মামলায় প্রধান শিক্ষক মারুফ আহমেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত