![সাঘাটায় আ.লীগের মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/ripon_abnews_131786.jpg)
সাঘাটা (গাইবান্ধা), ২৩ মার্চ, এবিনিউজ : গাইবান্ধা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়ায় আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ সাঘাটা উপজেলা শাখার ইউনিয়ন ভিত্তিক তৃণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম সামশীল আরেফিন টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, যুব ও ক্রিড়া সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান শিপন, মশিউল হক তপন।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি ফজলে খোদা লিয়ন, সহ-সভাপতি মাসফিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/এমসি