শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ বিতরণ

রামপালে কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ বিতরণ

রামপাল (বাগেরহাট), ২৩ মার্চ, এবিনিউজ : আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলা নির্বাহী অফিসার তুষার কান্তি পাল এর সভাপতিত্বে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ্ব তালুকদার ও আ. খালেক এমপি উপস্থিত থেকে চেক বিতরণ করেন।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উপজেলাধীন ০৪টি স্কুল ও ২০টি রাস্তা সংস্কারের জন্য মোট ১৬,৫২,০৬৩/- টাকা বিতরণ করা হয়।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) কর্মসূচির আওতায় ৯৩টি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ রাস্তা উন্নয়নের জন্য মোট ৪৫,৬৪,৩৭৯/- টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ, আওয়ামীলীগ সভাপতি শেখ আ. ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন।

আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব জামিল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হামিম নূরী, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুল ইসলাম, আব্দুল্লাহ ফকির, সরদার আ. হান্নান ডাবলু, বাবু তপন গোলদার, নুরূল আলম, শেখ মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. রবিউল ইসলামপ্রমূখ।

এবিএন/সাইফুল আলম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত