![কালীগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/atok2_131791.jpg)
ঝিনাইদহ, ২৩ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহ কালীগঞ্জে পৃথকস্থান থেকে পুলিশ গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল মজিদ, ঠিকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল ইসলাম ও দেবরাজপুর গ্রামের আবির শিকদারের ছেলে আশরাফুল।
কালীগঞ্জ থানার এএসআই তরিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার মঙ্গলপৈতা গ্রামের মজিদের বাড়িতে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে পুলিশ এ খবর পেয়ে মঙ্গলপৈতা গ্রামের অভিযান চালায়। এ সময় পুলিশ গাজাসহ মজিদ ও জিয়ারুলকে আটক করে।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পুলিশ দেবরাজপুর গ্রামে অভিযান চালিয়ে আবির শিকদারের ছেলে আশরাফুলকে ৭ পিস ইয়াবাসহ আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীদের আজ শুক্রবার জেল-হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/যবনিকা/জসিম/এমসি