শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

গফরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

গফরগাঁও (ময়মনসিংহ), ২৩ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ ১০৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ রিপু ওরফে লিপু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে আসেন।

আজ শুক্রবার সকালে আটককৃত মাদক ব্যবসায়ীকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বারইহাটি গ্রামের আলা উদ্দিন বেপারীর ছেলে রিপু ওরফে লিপু মটরসাইকেল মেরামত কাজের আড়ালে মাদক ব্যবসা করছিল। দীর্ঘদিন যাবত সে ইয়াবার বড় বড় চালান এনে উপজেলার বিভিন্ন স্থানে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

পাগলা থানার এস আই হাবিব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে লিপু ইয়াবা ট্যাবলেট অন্যত্র সাপ্লাই দিতে মটরসাইকেল যোগে যাওয়ার সময় গয়েশপুর রেলক্রসিং এলাকা থেকে আটক করেন।

এ সময় লিপুর প্যান্টের পকেট তল্লাসী করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ লিপুকে পাগলা থানায় নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে লিপুকে মাদক মামলা দিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মাদক ব্যবসায়ী লিপু দীর্ঘদিন যাবৎ দূর থেকে ইয়াবা এনে এলাকার খুচড়া মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত