![ডিমলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/rally_abnews_131793.jpg)
ডিমলা (নীলফামারী), ২৩ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বর থেকে একটি বিশাল বর্ণ্যাঢ্য র্যালি বের হয়।
পওে র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ কওে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
বর্ণাঢ্য র্যালিতে উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহারের সভাপতিত্বে ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন- ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সরদ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারোয়ার আলম, পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানী, সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্রনাথ শীল, প্রকল্প বাস্থবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বক্তৃতায় বলেন, জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (সিডিপি) আজ শুক্রবার আনুষ্ঠানিকতাভাবে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে যোগ্যতা অর্জনের ঘোষণা দেয়। তারেই ধারাবাহিকতায় আজ আমরা এই আনন্দ শোভাযাত্রার কর্মসূিচ গ্রহণ করেছি।
আলোচনা সভা শেষে উপজেলা প্রসাশনের উদ্যোগে অডিটরিয়াম হলরুমে নানা স্বাজে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য, কবিতা ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি