![বোয়ালখালীতে বসতঘরে আগুন, দগ্ধ ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/fire_abenws_131794.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ২৩ মার্চ, এবিনিউজ : বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে এক বসতঘর। এতে জিকু ঘোষ(২৮) নামের এক যুবক দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সারোয়াতলীর দক্ষিণ কঞ্জুরী ঘোষপাড়ার নারায়ণ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম উজ্জামান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে। এতে মৃত নারায়ণ ঘোষের বাড়ির তিনটি সেমিপাকা কক্ষ পুড়ে যায়। কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সায়েমা আলম বলেন, দুপুর আড়াইটার দিকে মৃত নারায়ণ ঘোষের ছেলে জিকুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এবিএন/রাজু দে/জসিম/এমসি