শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা), ২৩ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি’র পেপুলিজোড় জামে মসজিদের পুকুর হতে আজ শুক্রবার শরিফুল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে পেপুলিজোড় জামে মসজিদের পুকুরে টিপিএল ইটভাটার পোড়ায়কর্মী শুক্রবার দুপুরে জুম্মার নামায আদায় করার উদ্দেশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তার লাশ পাওয়া যায়।

নিহত শরিফুল সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জগৎবার গ্রামের মৃত জলিলের পুত্র। সে গতকাল হতে মহাদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে টিপিএল ইটভাটায় কয়লাম্যান পোড়াই শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।

থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষ প্রকৃত ঘটনা উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত