শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুপচাঁচিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া), ২৩ মার্চ, এবিনিউজ : দুপচাঁচিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে মেইল বাসস্ট্যান্ড এলাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও শাহেদ পারভেজ, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, আলহাজ্ব শাজাহান আলী, আলহাজ্ব মেহেরুল ইসলাম, ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, দুপচাঁচিয়া উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির সভাপতি আশরাফ আলী প্রমুখ।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত