বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে কুপিয়ে হত্যা

দৌলতপুরে কুপিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) , ২৪ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এনামূল কাজী (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের ৪ রাস্তার মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত এনামূল কাজী মৌবাড়িয়া কাজীপাড়া গ্রামের মৃত শামসের কাজীর ছেলে।

পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে একই এলাকার জনৈক আমিরুল গ্রুপের সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর উপরে হামলা চালায়। এসময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামীলীগ সমার্থক বলে জানা গেছে।

তাৎক্ষনিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এবিএন/জহুরুল হক/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত