শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার

লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার

লালমনিরহাট (রংপুর) , ২৪ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ভারতীয় গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, শনিবার ভোর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।

এ সময় ৪১ বোতল ফেন্সিডিলসহ আব্দুর সাত্তার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান।

আটক মাদক ব্যবসায়ী আব্দুর সাত্তার ওই উপজেলা মধ্য গড্ডিমারী গ্রামের আব্দুল জলিলের পুত্র বলে জানা গেছে।

একই সময় আদিতমারী থানা পুলিশ ৩ কেজি গাজাঁসহ মোখলেছার রহমান ও আবুল হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে, হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক নুর আলম ২০ কেজি গাঁজাসহ আজিত ওরফে তোতলা আজিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এস.এম রশিদুল হক।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত