![মেলান্দহে নাট্য উৎসব সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/sova_abenws_131841.jpg)
জামালপুর, ২৪ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ৩ দিনের নাট্য উৎসব ২৩ মার্চ সন্ধ্যায় সম্পন্ন হয়। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শহীদ সমর থিয়েটার আয়োজিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি-প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, ইউএনও তামিম আল ইয়ামীন, পৌরমেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুল হাসান মাশুক প্রমুখ।
সমাপনীতে ক্লোজআপ ওয়ান তারকা রাজিব, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী এবং প্রয়াত অভিনেতা আ. লতিফ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি