শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে কৃষক সমাবেশ

তিতাসে কৃষক সমাবেশ

তিতাস (কুমিল্লা), ২৪ মার্চ, এবিনিউজ : আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল ও বিষমূক্ত শাক সবজি উৎপাদনে প্রশিক্ষণ প্রদানের পর মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর কৃষিমাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান দীপক কুমার সরকার।

কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক দীপক কুমার অধিকারী এর সভাপতিত্বে এবং তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান মিতুর সঞ্জালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লানিং কমিশনের পরিচালক সাইফুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, প্রকল্প পরিচালক(আইপিএম) আহসানুল হক প্রমুখ।

পরে প্রধান অতিথি আইপিএম কৌশলের মাধ্যমে ফেরোমন ফাঁদ ব্যবহারকারী কৃষকদের ফসলী জমি পরিদর্শন করেন।

কালাইগোবিন্দপুরের কৃষক জাকির জানান, বেগুন চাষে ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহার করে করে এবার আমি লাভবান হয়েছে। কারণ, আগে যেখানে আমি থেকে ১০ বার পোকামাকড় মারার জন্য স্প্রে (বিষ) দিতে হতো এবার তা দিতে হয়নি। আর স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগে প্রায় থেকে দেড় হাজার টাকা খরচ হতো, সেখানে ৬টি ফেরোমন ফাদ ব্যবহারে খরচ হয়েছে মাত্র তিনশ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান মিতু জানান, আইপিএম কৌশলের ফেরোমন ফাঁদ এর উপর এখানকার কৃষকদের হাতে কলমে এবং মাঠ পর্যায়ে ১৪ সপ্তাহ প্রশিক্ষন দেয়া হয়েছে।

এখন এ পদ্ধতি ব্যবহারে একদিকে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন অপর দিকে বিষমুক্ত নিরাপদ ফসল ও শাক সবজি উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত