
ফুলবাড়ী (দিনাজপুর), ২৪ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বিশ্ব যক্ষèা দিবস পালনে এক র্যালি বের হয়। বিশ্ব যক্ষা দিবস পালনের র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়।
সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বিশ্ব যক্ষ্মা দিবস পালনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা প.প কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আবাসিক মেডিক্যল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত, উপজেলা ব্রাক ম্যানেজার আনন্দ সিংহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাক এর টেকনিক্যাল এ্যাসিসটেন্ট ল্যাব এর মো: আবুল কালাম আজাদ, ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার রতন কুমার রায়। বিশ্ব যক্ষèা দিবস পালনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে ইতিহাস গড়ি সবাই মিলে’।
আয়োজনে ছিল সরকারি স্বাস্থ্য বিভাগ ফুলবাড়ী। সহযোগিতায় জাতিয় যক্ষèা নিয়ন্ত্রণ কর্মসূচি ও সহযোগি সংস্থা ব্র্যাক ফুলবাড়ী।
আলোচনা সভায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকতা কর্মচারী ও ব্র্যাক এর সকল কর্মকতা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি