![সুন্দরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/rally_abnews_131848.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৪ মার্চ, এবিনিউজ : নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়া পারভীন, ডাক্তার আবু হেনা মো. আশরাফুল ইসলাম রয়েল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি রাশিদুল আলম চাঁদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব আবু বক্কর সিদ্দিক, ব্র্যাক কর্মসূচি সংগঠক লিয়াকত আলী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রউফ, সেনেট্যারী ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা পূর্বে একটি র্যালী উপজেলা শহর প্রদক্ষিণ করে।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি