![শেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/rally_abnews_131849.jpg)
শেরপুর (বগুড়া), ২৪ মার্চ, এবিনিউজ : “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলেক্ষে আলোচনাসভা ও র্যালি করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের।
ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য কমপ্লেক্্েরর ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকছেদা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহ আফজাল হোসেন, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি সাইফুল আলম প্রমুখ।
বক্তারা যক্ষ্মা নিয়ন্ত্রণে বিভিন্ন দিক তুলে ধরেন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি