![মুক্তিযুদ্ধের হত্যাকান্ডকে ‘আন্তর্জাতিক গণহত্যা’ স্বীকৃতি চাইলেন হানিফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24_131852.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৪ মার্চ, এবিনিউজ : মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাকান্ডকে ‘আন্তার্জাতিক গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ। আজ শনিবার বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মহান স্বাধীনতা দিবস ২০১৮’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
পৃথিবীর বড় বড় সব গণহত্যার পরিসংখ্যান তুলে ধরে হানিফ বলেন, ‘আমরা স্বাধীনতার ৪৭ বছরের মাঝে দাড়িয়ে গোটা বিশ্বের কাছে দাবি জানাই, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে এবং সে সময় পাকিস্থান যে পাপ ও অন্যায় করেছে তার জন্য বাংলাদেশের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান ও একই বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মহান স্বাধীনতা দিবস ২০১৮ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাহবুব-উল-আলম হানিফ। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হার্লিমসহ নেতা-কর্মীরা।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা