বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তিতাসে বিক্ষোভ
হোমনা-মেঘনায় স্বস্তির পরশ

কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তিতাসে বিক্ষোভ

কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তিতাসে বিক্ষোভ

তিতাস (কুমিল্লা), ২৪ মার্চ, এবিনিউজ : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। অপর দিকে হোমনা-মেঘনা সংযোজন করায় ওই দুই উপজেলার সর্বস্তরের জনগনের মাঝে দেখা দিয়েছে স্বস্তির পরশ। ১৪ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদীয় আসন পূর্বের কুমিল্লা-২(হোমনা-তিতাস) কে পরিবর্তন করে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) সংযোজন করে খসরা চুরান্ত করে গেজেট প্রকাশ করেছে।

ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং হোমনা-তিতাস পুর্নবহালের দাবীতে শনিবার সকালে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্দ্যোগে উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে উপস্থিত নেতার্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,

সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম সোহেল শিকদার,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান,দপ্তর সম্পাদক মো. মীর শওকত লিটন, সাতানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সামসু উদ্দিন সরকার,

জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান,কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল্লা বাহার ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো. শের-ই আলম প্রমূখ।নির্বাচন কমিশনের এ সিদ্ধন্তকে স্বাগত জানিয়ে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম বলেন মেঘনা-হোমনা আপন ভাই,

আমাদের মেঘনা উপজেলা প্রতিষ্ঠার আগে ও পরে আমরা হোমনার সাথে ছিলাম এবং থাকব, এটা মেঘনা বাসীর প্রানের দাবী। ১/১১সময় আমাদেরকে দাউদকান্দির সাথে সংযোজন করেছে।হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন সরকার এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেইটাই মেনে নিতে হবে।

দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেত্রী মোসা, পারুল আক্তার বলেন নবগঠিত তিতাস উপজেলা দাউদকান্দিরই অংশ তিতাস বাসী আমাদের খোব আপনজন,আমরা আবারও এক সাথে হচ্ছি শুনে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত