শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে নলকা সেতুতে ফাটল, ভারী যানবাহন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে নলকা সেতুতে ফাটল, ভারী যানবাহন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে নলকা সেতুতে ফাটল, ভারী যানবাহন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ, ২৪ মার্চ, এবিনিউজ : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর বিমসহ একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। সেতুর পূর্বপ্রান্তে ভেক ওয়ালের উত্তর পাশের বিম প্রায় তিন ইঞ্চি ঢেবে গেছে। এ কারণে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন সেতুর এক লেন দিয়ে চলাচল করছে। এতে সেতুর উভয় পাড় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাত থেকে ওই ব্রিজে এ ফাটল দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহুরুল আলম জানান, বিমে ফাটলের কারণে সেতুর উপরের পথচারী পারাপারের অংশটি দেবে গেছে। ভারী যানবাহন চলাচল করলে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেতুটি সচল করার জন্য জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এই সেতুটি সচল করত ৫/৭ দিন সময় লাগতে পারে। এদিকে পুলিশ পাহাড়ায় ওই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত