![‘দেশকে জঙ্গিমুক্ত করতে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbb_131856.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ২৪ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর বলেছেন, দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ তা’য়ালা সব ধরনের মানুষকে সমান চোখে দেখেছেন। ইসলামে বলা আছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। এ কথাগুলো সাধারণ মানুষকে জানাতে ইমাম-ওলামাদের এগিয়ে আসতে হবে।
ইমাম প্রশিক্ষন একাডেমী আয়োজিত নিজস্ব মিলনায়তনে নিয়মিত প্রশিক্ষন কোর্সের ৯৩৫তম দলের প্রশিক্ষনপ্রাপ্ত ইমাদের মাঝে সনদ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃত মুসলমান ছিলেন। অথচ কিছু কুলাঙ্গার মানুষ তার সমন্ধে খারাপ মন্তব্য করেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাও. মো. আকরাম আলী, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষন একাডেমী সহকারী পরিচালক মো. শামীম সিদ্দিক।
ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. শেখ সহিদ সোহরাওয়ার্দ্দী। প্রধান অতিথি জেলা প্রশাসক ৪৫দিনব্যাপী রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুর হাট জেলার মোট ৯৫ জন প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা