![হারিয়ে যাওয়া খেলাধুলা পুনরুদ্ধার করতে হবে : ভূমিমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbb_131858.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ২৪ মার্চ, এবিনিউজ : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন দেশের একসময়কার ঐতিহ্যবাহী খেলাধুলা কাবাডি, হাডুডু, দারিয়াবান্দা, গাদন, গোল্লাছুট হারাতে বসেছে। তিনি একসময়কার ঐতিহ্য এইসকল খেলাধুলাকে পুনরুদ্ধার করার আহ্বার জানান। গতকাল ২৩ই মার্চ রাতে ঈশ্বরদী বাঘইলে গাদন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নে যথেষ্ট আন্তরিক ছিলেন। সেইসময়কার ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, ভলিবল খেলাগুলোতে বাংলাদেশের যথেষ্ট সুনাম ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেট খেলায় তাদের কৃতিত্ব প্রদর্শন করছে।
তিনি বলেন, বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া খেলাগুলোকে আমাদের পুরুদ্ধার করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে এসমস্ত খেলাধুলা তুলে ধরতে হবে। আধুনিক প্রযুক্তির গেইমের পাশাপাশি পুরাতন এনালগ খেলাধুলা চালিয়ে যেতে হবে। এতে করে শরীর ও মন সুস্থ থাকবে। পরে মন্ত্রী গাদন খেলায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা