
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ), ২৪ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর স্কুল এন্ড কলেজের দর্শণ বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে এসিড নিক্ষেপ মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর জেল প্রদান করেছেন জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক ড.আব্দুল মজিদ।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ আগস্ট জয়পুরহাট কালাই পৌরসভার কাথাইল মহল্লার আব্দুস সালামের কন্যা কালাই মহিলা ডিগ্রী কলেজের ১ম বৎসরে ছাত্রী সাদিয়া ইসলাম সোমা রাতে পরাশুনা শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের এক সময় একই মহল্লার মৃত-শাহজাহান আলীর পুত্র সোমার আপন ফুফা ইসলামপুর স্কুল এন্ড কলেজের দর্শণ বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বাবু ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে সোমার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে সোমার মুখের ডান অংশ ও পিঠ ঝলসে যায়। সোমাকে উদ্ধার করে বগুড়া শজিমেক এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় সোমার পিতা ২০১৩ সালের ২১ আগস্ট কালাই থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইনের ৪ (২) (ক) (খ) ধারায় একই মহল্লার মৃত-শাহজাহান আলীর পুত্র গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর স্কুল এন্ড কলেজের দর্শণ বিভাগের ওই পাষন্ড প্রভাষক সাইফুল ইসলাম বাবুকে আসামী করে একটি মামলা থানায় দায়ের করে ছিল। জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন-২-এর বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে গত মঙ্গলবার দুপুর ১২ টায় এ রায় প্রদান করেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা