
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ), ২৪ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্লাষ্ট এর ট্রাষ্টি সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন, গাইবান্ধা জেলার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম।
আজ শনিবার বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং সুষ্ট তদন্তসহ দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার ও শাস্তির জোর দাবী জানিয়েছেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বাসদ আহবায়ক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, নূর আলম আকন্দ, মিজানুর রহমান প্রধান, আব্দুর রাজ্জাক , আলমগীর হোসেন , সাইদূল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য গত ২২মার্চ রাতে আইনজীবী জেড আই খান পান্না ঢাকা কলা বাগানের বাসভবন থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের উদ্দেশ্যে যাওয়ার পথে টি এস সি মোড়ে অজ্ঞাত ব্যক্তিরা তার ওপর হামলা চালায়।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা