![চকরিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbbbbbbbbbb_131870.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২৪ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় মিনি ট্রাক-তেল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনিট্রাকের চালক মো. এহেছানুল হক (২৫) গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত এহেছান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ফরাজীপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় আটকা পড়া মিনি ট্রাকের চালক এহেছানকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা