বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে জমি কিনে বিপাকে ক্রেতা

উলিপুরে জমি কিনে বিপাকে ক্রেতা

উলিপুর (কুড়িগ্রাম), ২৪ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে এক বিধবার জমি কিনতে গিয়ে বিপাকে পড়েছে এক ক্রেতা। জমি ক্রেতার অভিযোগ, ৬ শতক জমি নন-জুডিসিয়াল স্টাম্পে স্বাক্ষর দিয়ে ৬ লক্ষ ৩৩ হাজার টাকা নিয়েও জমি দলিল করতে তালবাহানা করছেন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। প্রাপÍ সূত্রে জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম খেয়ার পাড় গ্রামের মহির উদ্দিনের পুত্র সোলায়মান আলী (৫৫) গত ২৩/০৬/১৭ইং তারিখে একই এলাকার মৃত্য লিয়াকত আলীর স্ত্রী মর্জিনা বেগম (৪৫) এর স্বামীর রেখে যাওয়া যার জে:এল নং ১১০/৬৫,খতিয়ান নং এসএ ডিপি ২৭৬, দাগ নং সাবেক ১১২৭, হালদাগ নং ১১৪৩ দাগের ২৮ শতক জমির মধ্যে ৬ শতক জমি ৯ লক্ষ টাকা মূল্য নির্ধারন করে ৩‘শ টাকার নন জুডিসিয়াল স্টাম্পে বায়না বাবদ ৬ লক্ষ ৩৩ হাজার টাকা নেন এবং জমিতে টিনের বেড়া দিয়া ভোগ দখল করে আসছেন।

জমি ক্রেতা সোলায়মান আলী বাকি টাকা প্রদান এবং দলিল সম্পাদনের জন্য মর্জিনা বেগমকে চাপ সৃষ্টি করলে তিনি দলিল সম্পাদন করতে অস্বীকার করেন। ধুরন্ধর ওই মহিলা বিক্রিত জমি আতœসাতের জন্য জমি ক্রেতা সোলায়মান আলী গং এর বিরুদ্ধে হয়রানীমূলক ১৪৪ ধারায় একটি মামলা আনয়ন করেন। কোর্ট পিটিশন নং ৫৮/১৮। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক তদন্তকারী কর্মকর্তা থানার এস আই আতাউর রহমান প্রধান তার প্রতিবেদনে সোলায়মান আলীর ক্রয়কৃত জমি সঠিক বলে উল্লেখ করেন। অপরদিকে, পৌর ভূমি সহকারী অফিসারের প্রতিবেদনে জানা যায়, সোলায়মান আলীর ক্রয়কৃত ৬ শতক জমি তার দখলে আছে।

নিরীহ জমি ক্রেতা সোলায়মান আলী ন্যায় বিচার পেতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিসের দারস্থ হন। বিরোধটি আপোষ মিমাংসার জন্য জেলা লিগ্যাল এইড উভয় পক্ষকে প্রস্তাব দেন। আপোষ মিমাংসায় সোলায়মান আলী রাজী থাকলেও মর্জিনা বেগম আপোষ মিমাংসায় রাজী না হওয়ায় আবেদনকারী সোলায়মান আলী কে বিজ্ঞ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ প্রদান করেন। এব্যপারে মর্জিনা বেগমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত