বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধায় মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা, ২৪ মার্চ, এবিনিউজ : গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেজ্জাকুল ইসলাম (৩০) ও পলাশবাড়ি উপজেলার পাড় আমলাগাছি গ্রাম থেকে শাপলা বেগম (২৮) নামে দু’জনকে ডিবি পুলিশ আটক করেছে। ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ডিবি পুলিশ ইয়াবাসহ রেজ্জাকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের হাসেন আলীর ছেলে।

এছাড়া পলাশবাড়ি উপজেলার পাড় আমলাগাছি গ্রাম থেকে শনিবার ভোরে শাপলা বেগম (২৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রাসেল সরকারের স্ত্রী। তাদের বিরুদ্ধে সদর থানা ও পলাশবাড়ী থানায় ২টি মামলা মাদক মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত