![চাকরির আবেদনের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131886.jpg)
ময়মনসিংহ, ২৪ মার্চ, এবিনিউজ : আজ শনিবার সকালে ময়মনসিংহ ফিরোজ জাহাঙ্গীর চত্তরে ময়মনসিংহ বিভাগের সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে সধারণ ছাত্রছাত্রীরা চাকরিতে বয়স ৩৫ করার দাবি ও সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করছে।
মানবন্ধনে ছাত্রছাত্রীরা বলেন বিভিন্ন দেশের চাকরি বয়স ৩৫ থাকলেও বাংলাদেশে সম্ভব হচ্ছে না কিছু আমলাদের কারণে তারা আরো বলেন গত ১০ মার্চ শাহবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে সরকারি ও বেস্রকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণ ছাত্রছাত্রীদের ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবি, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান ও র্যালিতে পুলিশি হামলা ও ছাত্র-ছাত্রীদের গ্রফতারের প্রতিবাদে এ মানববন্ধন করছে।
তারা বলেন অবিলম্বে এ প্রাণের দাবি মানা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। মানবন্ধনে ময়মনসিংহ বিভাগের ছাত্র পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সহ সভাপতি,দেলোয়ার হোসেন.মো: মান্নান মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা রাজিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা