![শেরপুরে জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. বাবুল আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131890.jpg)
শেরপুর (বগুড়া), ২৪ মার্চ, এবিনিউজ : বগুড়ার শেরপুর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ও সলঙ্গা ডিগ্রী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আলহাজ্ব এড. বাবুল হোসেন আর নেই। আজ শনিবার সকাল ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেকে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮২বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে একইদিন বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামস্থ নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে মরহুম বাবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য মো. ওমর ফারুক, শেরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বারী মিথুন, উপজেলা কমিটির নেতা এড. রহমতুল্লাহ সরকার, আব্দুস সাত্তার সাদেক, দীপক সরকার, বাদশা আলম, ভজন মৈত্র, ফজলে ইলাহী, ইলিয়াস উদ্দিন, কাজী কাদের, সাইফুল ইসলাম প্রমুখ। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করা হয়।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা