শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ, ২৪ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার মোক্তারপাড়া মহল্লায় ড্রেনের কাজ করার সময় দেওয়াল ধসে নুরনবী (৬২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় মকবুল হোসেন (৬১) আহত হন। তিনি সদর উপজেলার চুনিয়াহাটি গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পৌর এলাকার মোক্তারপাড়া মহল্লায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। শনিবার বিকেল ৪টার দিকে ওই মহল্লা মাইনুল রেজার বাসার দেয়াল ঘেষে ড্রেন খনন করছিলেন নুরনবী ও মকবুল। এ সময় দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ওই দুই শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুরনবী মারা যান। মকবুলের অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত