মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
এলডিসি থেকে উত্তরণ

ইসলামী ব্যাংক খুলনা শাখার উদ্যেগে এক বর্ণাঢ্য র‌্যালী

ইসলামী ব্যাংক খুলনা শাখার উদ্যেগে এক বর্ণাঢ্য র‌্যালী

খুলনা, ২৪ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যেগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনায় এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার নেতৃত্বে খুলনা জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দের অংশগ্রহণে র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি খুলনা মহানগরীর প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে খুলনা শপিং কমপ্লেক্স এর সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া। সভাপতিত্ব করেন খুলনা জোন প্রধান মোঃ মাকসুদুর রহমান, বক্তব্য রাখেন খুলনা শাখা প্রধান মোঃ শফিউল আজম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে অতীতে ইসলামী ব্যাংক যে অনবদ্য ভূমিকা রেখেছে আগামী দিনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়ও একইভাবে অবদান রেখে যাবে। তিনি এ ব্যাপারে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীকে আরও যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান।

এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত