![আখাউড়ায় দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131894.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৪ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দু’টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন এক গৃহবধু। আজ শনিবার দুপুরে উপজেলার আমোদাবাদ দাসপাড়া কনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, আমোদাবাদ গ্রামের কনু মিয়ার ছেলে জাকির মিয়ার বসত ঘরে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশের শরীফ মিয়ার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আগুন দেখে শরীফ মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৫) অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া ফায়ার সার্ভিসের কর্তৃব্যরত জসিম উদ্দিন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা