শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন

কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন

কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন

কিশোরগঞ্জ, ২৪ মার্চ, এবিনিউজ : সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের নামে কিশোরগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ক্রিকেট লিগ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে ক্রিকেট লিগ উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজ উপস্থিত ছিলেন। গ্যালারি ভর্তি দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

দীর্ঘ প্রায় ৮ বছর পর কিশোরগঞ্জে ক্রিকেট লিগ শুরু হলো। এবারের লিগে জেলার ১৬ টি দল অংশ নিচ্ছে। আগামী ২৯ মার্চ থেকে ম্যাচ শুরু হবে। দীর্ঘদিন পর কিশোরগঞ্জের মাটিতে ক্রিকেট লিগ শুরু হওয়ায় স্থানীয় খেলোয়াড় ও ক্রিড়ামোদিদের মাঝে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস। ক্রিকেটের এ ধারা অব্যাহত থাকলে এখান থেকেই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে বলে সকলের প্রত্যাশা।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাদের ক্রিকেটাররা যখন আমাদেরকে আনন্দ দেয়, তখন আমাদের বুকটা খুশিতে ভরে ওঠে। কিন্তু মাঝে মাঝে কষ্টও দেয়। এমন কষ্ট, মাঠে যখন খেলা দেখি মনে হয় হার্টফেল হয়ে যাবে। তারপরও আমাদের ক্রিকেটাররা সম্প্রতি শ্রীলংকায় ভাল করেছে। তিনি কিশোরগঞ্জের ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত