শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

নরসিংদীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

নরসিংদী, ২৪ মার্চ, এবিনিউজ : নরসিংদীতে বিদুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের চৌয়ালা শিল্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান হলেন, কুষ্টিয়ার আজিজ মিয়ার ছেলে হাসিবুল আলম (৪০)।

নরসিংদী পল্লী বিদ্যুৎ অফিস-০২ সূত্রে জানা যায়, পৌর শহরের চৌয়ালা শিল্প এলাকায় ইউনিপেল টেক্সটাইল মিলে বিদ্যুৎ লাইনে মেরামতের কাজ করছিল হাসিবুল। কাজ করার সময় ১১ হাজার ভোল্টেজ লাইনের সাথে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

চিকিৎসকরা জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ায় মাথায় আঘাত পায় হাসিবুল। এতে মস্তিস্কের রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত