![গফরগাঁওয়ে ট্রেন থেকে ফেলে ব্যবসায়ীকে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/mymensingh_abnews24_131903.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ২৪ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে আবারো ট্রেন থেকে ফেলে খোকন মিয়া(৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় র্দুবৃত্তরা ব্যাবসায়ীর নগত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় । ঘটনাটি ঘটে গতকাল শুত্রুবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ট্রেনে। নিহত ব্যবসায়ী খোকন মিয়া উপজেলার দিঘির পাড় গ্রামের আব্দুস সালামের ছেলে । জিআরপি পুলিশ আজ আজ শনিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ি ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, খোকন মিয়া শুক্রবার সকালে সিগারেট আনতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় খোকন মিয়ার মোবাইল নম্বর থেকে তার চাচাত ভাই সৈয়দ মিয়ার নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় ‘খোকন মিয়াকে জামালপুর জেলার সড়িষা বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। দেড় হাজার টাকা পাঠালে সিএনজি গাড়ি যোগে তাকে ফেরত পাঠানো হবে।’ পরে রাতেই খোকন মিয়ার পরিবারের লোকজন দেড় হাজার টাকা পাঠায় এবং খোকন মিয়াকে আনতে সড়িষা বাড়ি গিয়ে খোঁজ করেও পায়নি।
আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও-ধলা ষ্ট্রেশনের মধ্যবর্তী চারিপাড়া রেলব্রীজের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গফরগাঁও জিআরপি ফাঁড়িতে খবর দিলে জিআরপি পুলিশ ১০টার দিকে লাশ উদ্ধার করেন। পরে নিহতের স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় লোকজনের ধারণা খোকন মিয়া ঢাকা থেকে সিগারেট এনে গফরগাঁওয়ে বিক্রি করা জন্য প্রতিদিন ট্রেন আসা যাওয়া করত ।
গতকাল শুত্রুবার ঢাকা থেকে আসার পথে দুবৃর্ত্তরা খোকনের সর্বস্ব লুট করে ট্রেন থেকে ফেলে হত্যা করে । গফরগাঁও রেলওয়ে ষ্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা