![কাউখালীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131904.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৪ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ শনিবার সকালে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৮’ এ বছর দিবস টির মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাকের সহযোগীতায় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমাননের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমরাজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামচ্ছুদ্দোহা চাঁন, মোমেনা আক্তার ব্র্যাক ম্যানেজার যক্ষ্মা কর্মসূচির প্রমূখ। ডা. মো. সিদ্দিকুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত সকলকে যক্ষ্মার লক্ষণ ও কুফল তুলে ধরে সচেতন হবার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা