বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

বোদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

বোদা (পঞ্চগড়) ২৪ মার্চ, এবিনিউজ : ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্যবিভাগ ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ বোদা শাখার আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস আই এম রাজিউর করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিসিএস প্রদীপ কুমার রায়, প্রতিবন্ধী সংস্থার সভাপতি বিষাদু চন্দ্র, এইচপি প্রোগ্রামের মরিয়ম আক্তার, উপজেলা সম্বনয়কারী রেজাউল করিম প্রমুখ।

উক্ত র‌্যালীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক, সুর্যের হাসি ক্লিনিক, সুচনা সংস্থা, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সদস্য সহ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত