বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

ঝালকাঠি (বরশিাল), ২৪ মার্চ, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার আকন (৫৫) নামে মোটরসাইলেকের এক আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার মোল্লার হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের মৃত মোসলেম আলী আকনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, মো. সোহাগ (৩০) ও মোটরসাইকেল চালক মো. রাজু তালুকদার (২৮)।

পুলিশ জানায়, আজ শনিবার বেলা ১১টায় তিনজন মোটরসাইকেল আরোহী রাজাপুর থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মোটরসাইকেলটি মোল্লার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেট আরোহী বাশারের মৃত্যু হয় ও অপর দুই আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক মো. শামসুল আরেফিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবএিন/আজমীর হোসেন তালুকদার/জসমি/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত