![ভালুকায় ভবনে বিস্ফোরণ : নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/valuka_131912.jpg)
ভালুকা (ময়মনসিংহ), ২৫ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। বিস্ফোরণের পর থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার একটি ৬ তলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
মনমনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণে ভেতরের সব কিছুই চুরমার হয়ে গেছে। এটা বোমা হতে পারে, আবার গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে। আমরা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’
ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা এসে কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের কাজ শেষ হলে বিস্ফোরণের কারণ হয়ত বোঝা যাবে।
বিস্ফোরণে নিহত তৌহিদুল ইসলাম ওরফে তপুর লাশ এখনো ঘটনাস্থলেই আছে। গুরুতর আহত শাহীন, হাফিজ ও দীপ্ত সরকারকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, হতাহত ৪ জনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে তারা ভালুকায় এসে গত ১০ মার্চ আর এস টাওয়ারের তৃতীয় তলার ওই বাসা এক মাসের জন্য ভাড়া নেন।
র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, নতুন তৈরি করা ওই ভবনের মালিক আবদুর রাজ্জাক (৫২) ঝুট কাপড়ের ব্যবসা করেন। তিনি থাকেন ঢাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ভালুকা স্টেশনের ইনচার্জ রেজাউর রহমান বলেন, ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে ওই ফ্লোরের দুটি দেয়াল ভেঙে পড়ে। জানালার কাচ ও পার্টিশন ভেঙে চুরমার হয়ে যায়। একটি জানালার গ্রিল বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ে দূরে।
এবিএন/জাহিদুল ইসলাম/সাদিক/জসিম/এসএ