বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোয়ালখালীতে আগুনে পুড়েছে আট পরিবারের বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়েছে আট পরিবারের বসতঘর

বোয়ালখালী, ২৫ মার্চ, এবিনিউজ : বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আট পরিবারের বসতঘর। শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ধোপা পাড়ায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম উজ্জামান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে অনুপ দাশ, মৃদুল দাশ, রতন দাশ, রূপন দাশ ও গৌরাঙ্গ দাশের বসত ঘরে আগুন লাগে। এতে আট পরিবারের মাটি তৈরি ১৮টি কক্ষ পুড়ে যায়। কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, আগুনে আট পরিবারের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিএন/রাজু দে/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত