চিরিরবন্দর (দিনাজপুর) , ২৫ মার্চ, এবিনিউজ : বাংলাদেশে সুষম উন্নয়ন চলছে। নাগরিকদের সুবিধা প্রদানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে বলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল শনিবার বিকেল ৪টায় চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন গ্রামে বিদ্যুাতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে চেয়েছিলেন। তিনি জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় কাজ করে গেছেন।
এছাড়াও প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের নারী পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ব্যাপক সুনাম অর্জন করেছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। আমরা আপনাদের উন্নয়ন দেব।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, দিপবিস-১’র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মণ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলালউদ্দিন সরকার, বিদ্যুৎ সুবিধাভোগী আবুবকর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৩৪৩টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালউদ্দিন সরকার প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-জাতি সত্ত্বার আদিবাসীরা তাদের নৃত্য পরিবেশন করেন।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর