![সুনামগঞ্জে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/candidate_abnews_131945.jpg)
সুনামগঞ্জ, ২৫ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা। অবিনব কৌশলে ভোটারদের মন জয় করতে পৌর এলাকার বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিজয় নিশ্চিত করতে জোড়ে শোরে চলছে প্রচার-প্রচারণা।
সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচনী আমেজে শহর এখন সরগরম। উঠান বৈঠক আর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
২২.১৭ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ পৌরসভার ২০১৫ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী দেওয়ান গনিউল সালাদীনকে ৪ হাজার ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আয়ুব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮শ’ ৪৫ ভোট। গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল মারা যাওয়ার কারনে এ পদটি শুন্য হলে নির্বাচন কমিশন গত ১৯ ফেব্রুয়ারি তফশীল ঘোষনা করে।
আগামী ২৯ মার্চ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে বিজয় নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত, ২০ দলীয় জোটের মনোনিত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন, গতবার নির্বাচনে পরাজিত দেওয়ান হাছন রাজার প্রপৌত্র সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গনিউল সালাদিন। প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলে অসমাপ্ত কাজ বাস্তবায়ন ও দৃষ্টিনন্দন পৌরসভা গঠনের কথা জানালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্র্থী নাদের বখত।
স্থানীয় ভোটাররা জানালেন, উপ-নির্বাচনে যিনি সৎ, যোগ্য ও পৌরবাসীর সার্বিক সেবা ও উন্নয়নে আন্তরিক হবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি