![গোদাগাড়ীতে গণহত্যা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/sova_abnews_131950.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ২৫ মার্চ, এবিনিউজ : গোদাগাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাঁতার প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী, মহিলা ভাইস চেয়াম্যান রওশন আরা ডলি, সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রইসুল ইসলাম, উপজেলা প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার অশক কুমার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু।
সভায় সঞ্চালনা করেন গোদাগাড়ী পৌর যযুবলীগের সভাপতি আকবর আলী প্রমুখ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি