গোদাগাড়ী (রাজশাহী), ২৫ মার্চ, এবিনিউজ : শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ে ১ম স্থান অধিকার করে বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রেমতলি ডিগ্রী কলেজ। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ প্রতিযোগিতায় অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী,মহিলা ভাইস চেয়াম্যান রওশন আরা ডলি,সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রইসুল ইসলাম, উপজেলা প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার অশক কুমার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু।
সভাটি সঞ্চালনা করেন গোদাগাড়ী পৌর যযুবলীগের সভাপতি আকবর আলী প্রমুখ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি