সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

হোসেনপুরে গণহত্যা দিবস পালিত

হোসেনপুরে গণহত্যা দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ), ২৫ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে কুড়িঘাট বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, হোসেনপুর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে শহিদদের উদ্দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় শহিদদের কবর জিয়ারত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, ইউএনও আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ওসি মো. আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম, সাবেক ভিপি এমএ হালিম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত