![নরসিংদীতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/norshindi-liflet_131959.jpg)
নরসিংদী, ২৫ মার্চ, এবিনিউজ : ২৬ মার্চ সহ সকল জাতীয় দিবসে জাতীয় পতাকা যথাযথ সম্মানের সাথে উত্তোলনের নিমিত্ত সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন।
আজ সকাল ১০টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক সহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সড়কে হেটে হেটে ব্যবসায়ী, রিক্সাচালক সহ সকল শ্রেণি পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।
এসময় জাতীয় পতাকার সঠিক মাপ, উত্তোলনের নিয়ম নীতি নিয়ে সাধারণ মানুষদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদর্কমীসহ অন্যান্যরা।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর