
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও), ২৫ মার্চ, এবিনিউজ : আজ রবিববার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট বোঝাই ট্রলিতে চাপা পড়ে একজন কাঠ ব্যাবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাঙ্গীবাজারের পার্শ্বে নহনা নদীর ব্রীজে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলঅর ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সফির উদ্দীন (৪০)। সে লাহিড়ী বাজারের কাঠের তৈরী আসবাবপত্র বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সফির ইট ভাটা থেকে ইট ক্রয় করে ট্রলিতে নিয়ে যাচ্ছিলেন। ট্রলির উপর বসা ছিল সে। ইট বোঝাই ট্রলিটি নহনা ব্রীজের উপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রলিটি রাস্তার নিচে পড়ে যায়। ইটের নীচে চাপা পড়ে সফির।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/রমজান আলী/জসিম/এমসি