শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত

কালিয়াকৈরে শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত

কালিয়াকৈরে শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর), ২৫ মার্চ, এবিনিউজ : গোড়ালী যুগে জমদগ্নি নামক এক ঋষি ছিল তার পুত্র রামকে আদেশ দিলেন মাতাকে হত্যা করার জন্য পিতার আদেশ পালন করার লক্ষ্যে তিনি কুঠার দ্বারা তার মাকে হত্যা করলেন। মার্তৃ হত্যার পাপের কারণে যে কুঠার দিয়ে মাকে হত্যা করে ছিল সেই কুঠার তার হাতে লেগে থাকে।

কোনো অবস্থায় সেই কুঠার হাত থেকে ছাড়াতে পারছিল না। তখন তিনি বিভিন্ন জ্ঞ্যানী গুনীদের পরামর্শে তির্থ ভ্রমণে বেড়োলেন। ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ শেষে বর্তমান নারায়নগঞ্জে জেলার লাঙগল বন্দর নামক স্থানে পুরাতন ভ্রমপুত্রের এক ঘাটে স্নান করার পর তার হাতের কুঠারটি অপসারিত হয়। সেই থেকে এই অষ্টমী-স্নানের শুরু হয়। হিন্দুধর্মালম্ভীরা গংগার পানি সবই পবিত্র মনে করে, পাপ মোচনের জন্য এই স্নান করে আসছেন।

তারই ধারা বাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুরাতন থানার তুরাগ নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পূণ্যস্নানে পাপ মোচনের আশায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত পূণার্থী আজ রবিবার ভোর থেকে দিনব্যাপি তুরাগ নদীর ঘাটে স্নানে যোগ দেন।

জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির আশায় পূণ্যার্থীরা ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আম পাতাসহ বিভিন্ন উপাচার নিয়ে মন্ত্র পড়ে শুরু করেন পাপমুক্তির স্নান। অষ্টমী স্নান উপলক্ষে স্নানের ঘাটসহ কালিয়াকৈর বাজারে বসানো হয়েছে বিশাল মেলা। হরেক রকম মৃৎ ও লোকজ পণ্যসামগ্রীর সমারোহ ঘটেছে ।

বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ ষিয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল এর পক্ষ থেকে মহাষ্টমীর পুন্যস্নান ও ঘাট নির্মাণের ভিত্তি স্থাপনের শুভ উদ্ভোধন করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পদক ও হিন্দু কল্যাণ ট্রাষ্টের সভাপতি বাবু অজিত কুমার সাহা, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

হিন্দু কল্যাণ ট্রাষ্টের সভাপতি বাবু অজিত কুমার সাহা বলেন, বরাবরের মতো এবারও উপজেলার তুরাগ ও বংশী নদীতে শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত